নগাঁও (অসম), ১০ আগস্ট, (হি.স.) : রেল প্রতিমন্ত্রী, নগাঁওয়ের সাংসদ রাজেন গোহাঁইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে নগাঁও
থানায় এক লিখিত অভিযোগ দায়ের করেছেন জনৈক মহিলা। বিষয়কে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
থানায় এক লিখিত অভিযোগ দায়ের করেছেন জনৈক মহিলা। বিষয়কে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।ঘটনার সত্যতা স্বীকার করে নগাঁওয়ের পুলিশ সুপার শংকরব্রত রায়চৌধুরী বলেছেন, গত ২ আগস্ট জনৈক মহিলা রেল প্রতিমন্ত্রী রাজেন গোহাঁইয়ের বিরুদ্ধে এক এফআইআর দায়ের করেছিলেন। প্রদত্ত এফআইআর-এর ভিত্তিতে আজ নগাঁও সদর থানায় ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৪১৭, ৩৭৬ এবং ৫০৬ ধারায় ২৫৯২/২০১৮ নম্বরে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার সত্যতা কতটুকু তা জানতে তদন্ত প্রক্রিয়া চলছে। এর পেছনে অদৃশ্য রহস্য লুকিয়ে রয়েছে কি না তা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ।
এদিকে কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহাঁইয়ের উদ্ধৃতি দিয়ে তাঁর ঘনিষ্ঠরা বলেছেন, ঢাঁহা মিথ্যে। পরিচ্ছন্ন সাজানো। পুলিশি তদন্তে সব পরিষ্কার হয়ে যাবে। এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। তবে যে বা যারা ষড়যন্ত্র রচনা করেছে তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন মন্ত্রীর ঘনিষ্ঠরা।

