দুই জেলা গঠন : ১২ আগস্টের মধ্যে দিশপুরে বৈঠক না হলে ডিমা হাসাও বনধ ১৩ আগস্ট থেকে

হাফলং (অসম), ৩ আগস্ট (হি.স.) : আগামী ৯ আগস্ট থেকে পাহাড় লাইনে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধের ডাক দেওয়ার পর এবার ডিমা হাসাও জেলাকে দুভাগ করে দুই পৃথক জেলা গঠনের দাবির ভিত্তিতে আগামী ১২ আগস্টের মধ্যে এনসি হিলস ইন্ডিজেনাস পিপলস ফোরামকে আলোচনার জন্য বৈঠকে আমন্ত্রণ জানাতে রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে। অন্যথা ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য ডিমা হাসাও জেলা বনধ বনধের ডাক দেওয়া হবে বলে জানিয়েছেন ইন্ডিজেনাস পিপলস ফোরামের সভাপতি এল কুকি এবং সম্পাদক ভি ভার্তে।

অ-ডিমাসা উপজাতি জনগোষ্ঠীর মানুষকে নিয়ে গঠিত এনসি হিলস ইন্ডিজেনাস পিপলস ফোরাম দীর্ঘদিন থেকে ডিমা হাসাও জেলাকে দু-ভাগ করে পৃথক দুটি জেলা গঠনের দাবিতে আন্দোলন করে আসছে। সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে পৃথক জেলা গঠনের দাবির বিষয়টি খতিয়ে দেখতে রাজ্যের স্বাস্থ্য, পূর্ত তথা অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে দিয়ে রাজ্য সরকার এক কমিটি গঠন করেছে। গত ৯ জুলাই মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার হাফলং সফরকালে এনসি হিলস ইন্ডিজেনাস পিপলস ফোরামের নেতাদের সঙ্গে হাফলং আবর্ত ভবনে পৃথক জেলা গঠনের বিষয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে মন্ত্রী সংগঠনের নেতাবৃন্দদের আশ্বস্ত করে বলেছিলেন ২০ জুলাই থেকে ২৫ জুলাইয়ের মধ্যে দিশপুরে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হবে পৃথক জেলা গঠনের বিষয়টি নিয়ে। কিন্তু এখন পর্যন্ত ফোরামকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়নি। তাই আগামী ১২ আগস্টের মধ্যে পৃথক জেলা গঠনের দাবি নিয়ে আলোচনার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ইন্ডিজেনাস পিপলস ফোরামকে ডাকা না হলে ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য ডিমা হাসাও জেলা বনধ ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের সম্পাদক ভি ভার্তে।

শুক্রবার এনসি হিলস ইন্ডিজেনাস পিপলস ফোরামের সভাপতি এল কুকি এবং সম্পাদক ভি ভার্তে ডিমা হাসাওয়ের জেলাশাসক অমিতাভ রাজখোয়ার সঙ্গে দেখা করে এ ব্যাপারে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের উদ্দেশে এক স্মারকপত্র প্রেরণ করেছেন।