পৃথক স্থানে অভিযানে ৭৩২ কেজি গাঁজা উদ্ধার, আটক তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই ৷৷ গাঁজা অভিযানে রাজ্য পুলিশের একের পরে এক সাফল্য আসছে৷ এই সাফল্যের ধারা বজায় রয়েছে বৃহস্পতিবারও৷ এদিন সকালে বাধারঘাট রেলস্টেশনে থেকে আরপিএফ ১২৫ কেজি গাঁটা আটক করেছে৷ জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে আরপিএ-এর জওয়ানরা বাধারঘাট রেলস্টেশনে তল্লাশি অভিযান চালিয়ে প্রায় ১২৫ কেজি আটক করেছেন৷ অপর এক ঘটনায় পিআর বাড়ি থানার পুলিশ বৃহস্পতিবার সকালে পাচারকারী সহ ৩৮ কেজি গাঁজা করেছে৷ পিআর বাড়ি থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকা দিয়ে নেশা কারবার চলে আসছিল৷ অন্যদিকে, সিপাহিজলা জেলা থেকে ৫৬৯ কেজি গাঁজা-সহ আব্দুল রহিম নামের এক পাচার কারীকে আটক করা হয়েছে৷ বৃহস্পতিবার মেঘালয় থানায় ভারপ্রাপ্ত আধিকারিক অনুপম দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে মেঘালয় থানাধীন বাংলাদেশ সীমান্তবর্তী ইন্দিরানগর এলাকার বাসিন্দা আব্দুল রহিমের বাড়িতে অভিযান চালানোর হয়৷ সে সময় গাঁজাভর্ত্তি ১৪টি ড্রাম ও ছোট দুই ড্রাম গাঁজা বাজেয়াপ্ত হয়৷ পরে বাজেয়াপ্তকৃত গাঁজা -সহ আব্দুল রহিমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়৷ মাদক চোরাচালানের বিরুদ্ধে যৌথ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি অনুপম দাস৷ গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে পিআর বাড়ি থানার পুলিশ তিন পাচারকারী সহ ৩৮ কেজি গাঁজা আটক করেছে বলে জানা গেছে৷ এদিকে যাত্রাপুর থানা সূত্রে জানা গেছে, বন দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে তাঁরা অভিযান শুরু করেছেন গোটা এলাকাজুড়ে৷ একটি পরিসংখ্যান দিয়ে যাত্রাপুর থানায় পুলিশ জানিয়েছে, বিগত এক মাসে যাত্রাপুর থানার পুলিশ প্রায় ১,১২৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে৷ তাছাড়া দুই গাঁজা ব্যাপারিকে গ্রেফতারও করা হয়েছে বলে জানান যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সমীর রায়৷ পাশাপাশি তিনি আশাবাদী অতিসত্ত্বর আগামী দিনে সম্পূর্ণ এলাকা গাঁজা মুক্ত করা সম্ভব হবে৷