নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ রাতের অন্ধকারে রবিবার ভয়াবহ অগ্ণিকান্ড৷ রহস্যের আগুনে ভষ্মীভূত হয়েছে ৩টি দোকান৷
খয়েরপুর বাজারে অগ্ণিকান্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের৷ খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন৷ বিধবংসী অগ্ণিকান্ডে ৩টি দোকান পুড়ে ছাই৷ সাতসকালে বাজারে ছুটে গিয়ে বীভৎস ধবংসলীলা দেখে কান্নায় ভেঙ্গে পড়েচেন দোকান মালিকরা৷ প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে অগ্ণি সংযোগ বলে চাপিয়ে দিয়েছে পুলিশ কর্তারা৷ সর্বশান্তদের খোঁজ খবর করতে ছুটে গিয়েছে এলাকার বিধায়ক পবিত্র কর, বিজেপি নেতা রতন চক্রবর্তী এবং প্রশাসনের টিম৷ আগুনে বাজারের ৩ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হওয়ায় দুঃখ করেছেন বিধায়ক পবিত্র কর৷ ক্ষতিগ্রস্থরা পুনরায় ব্যবসা করতে পারেন তারজন্য সরকারী সাহায্য আইন মেনে যথাসম্ভব করবে বলে আশ্বস্থ করেছেন শ্রী কর৷ বিজেপি নেতা রতন চক্রবর্তী ও বিধায়কের কাছে যথাসম্ভব সাহার্য্য করতে সরকারীভাবে ব্যবসায়ীদের হয়ে দাবী জানিয়েছেন৷ পাশাপাশি ভবিষ্যতে অপ্রীতিকর ঘটনা এড়াতে বাজার কমিটিকে যত্নবান হওয়ার পরামর্শ দিয়েছেন৷ ভয়াবহ অগ্ণিকান্ডে সর্বস্ব হারিয়ে দিশেহারা এখন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা৷
এদিকে, কাকড়াবনেও সোমবার রাতে অগ্ণিকান্ডে পাঁচটি দোকান পুড়ে গিয়েছে৷ এখানে নাশকতার অভিযোগ উঠেছে৷

