২৬/১১ বর্ষপূর্তি উপলক্ষ্যে সন্ত্রাসবাদ মুক্ত বিশ্ব গড়ার ডাক দিলেন রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.) : ২৬/১১ মুম্বই হামলার ৯ বছর পূর্তি উপলক্ষ্যে নিহতের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই বিষয় বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন সন্ত্রাসবাদ দমনে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। সন্ত্রাসবাদকে পরাজিত করতে হবে এবং সমাজে থেকে যে কোন রকমের সন্ত্রাসবাদকে দূর করতে হবে। এর পাশাপাশি ২৬/১১ মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলায় নিহতদের স্মরণে রাষ্ট্রপতি বলেন,‘মুম্বই হামলার নবম বর্ষপূর্তি উপলক্ষ্যে সন্ত্রাসবাদী হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। পাশাপাশি এই সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যেসব নিরাপত্তারক্ষী শহিদ হয়েছেন তাদের প্রতিও আমারা কৃতজ্ঞতা জানাই’। বিশ্ব সন্ত্রাসবাদ প্রসঙ্গে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, ‘আমাদের মানুষ, আমাদের দেশ এবং আমাদের বিশ্বকে যে কোন রকমের সন্ত্রাসবাদ থেকে রক্ষা করতে হবে। এবং সন্ত্রাসবাদ মুক্ত বিশ্ব গড়ে তুলতে হবে।’
উল্লেখ্য ৯ বছর আগে ২৬ শে নভেম্বর ২০০৮ সালে দেশের বাণিজ্য নগরী মুম্বইয়ের তাজ হোটেল, শিবাজি ট্যার্মিনালসহ একাধিক জায়গায় সন্ত্রাসবাদীরা হামলা চালায়। হামলায় ১৬০ জন নিহত ও ৩০০ জন আহত হয়েছিলেন। এই হামলার দায় স্বীকার করেছিল লস্কর-ই-তৈবা।