দিল্লি মেট্রোর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন কেজরিওয়াল

নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.) : দিল্লি মেট্রোর যাত্রী কমে যাওয়ার ঘটনায় এবার মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি দলের নেতা অরবিন্দ কেজরিওয়াল। শনিবার সোশ্যাল মিডিয়ায় এক ট্যুইট বার্তায় দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, অতিরিক্ত ভাড়া বৃদ্ধি দিল্লি মেট্রোর পরিষেবাকে হত্যা করেছে। যদি মানুষ দিল্লির মেট্রো ব্যবহার না করে তবে তা কোন কাজে লাগবে। তার মতে দেরি করে দিল্লির মেট্রোর ভাড়া বৃদ্ধি কোন কাজে লাগেনি। এর ফলে দিল্লি মেট্রোর কোন লাভ হয়নি বলে মনে করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
উল্লেখ্য, তথ্য জানার অধিকার আইনের মাধ্যমে মামলা করে জানতে পাওয়া গিয়েছে দিল্লি মেট্রো ভাড়া বৃদ্ধির ফলে তিন লক্ষ যাত্রী কমে গিয়েছে। এই বিষয় প্রথম থেকেই সরব ছিল আম আদমি দল। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন এর ফলে মানুষ পেট্রোল বা ডিজেল চালিত যানবাহন বেশি ব্যবহার করছেন। তার ফলে দিল্লিতে বায়ু দূষণের মাত্রা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে।
চলতি বছরের মধ্যে দুইবার ভাড়া বৃদ্ধি করেছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ। শেষ ভাড়া বৃদ্ধি করা হয়েছে ১০ অক্টোবর। চলতি বছরের মে মাসে ভাড়া যখন বৃদ্ধি করা হয়েছিল তখন ১.৫ লক্ষ যাত্রী হারিয়েছিল মেট্রো রেল। এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩ লক্ষ।
অন্যদিকে, কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন রাষ্ট্রমন্ত্রী হরদীপসিং পুরী দিল্লির মুখ্যমন্ত্রীর এই অভিযোগ নস্যাৎ করে দিয়ে জানিয়েছে দিল্লির মেট্রোর রক্ষণাবেক্ষণের ভাড়া বৃদ্ধিটা জরুরী হয়ে পড়েছিল।