ইডি আর বিভীষণকে সাথে নিয়ে পূর্বভারত দখলের স্বপ্ন দেখছে বিজেপি : পার্থ চট্টোপাধ্যায়

ক্যানিং, ২৫ নভেম্বর(হি.স.) : সিবিআই, ইডি আর বিভীষণকে সাথে নিয়ে পূর্ব ভারত দখলের স্বপ্ন দেখছে বিজেপি। এই তিন মূর্তিকে সাথে নিয়ে পশ্চিমবঙ্গের বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মত নেত্রীকে ক্ষমতা চ্যুত করতে চায়। কিন্তু এটা করতে গেলে বিজেপিকে আরও ভালো ভাবে প্র্যাকটিস করতে হবে, ভালো কোচের আন্ডারে প্র্যাকটিস করতে হবে। কিন্তু বিজেপি যাকে কোচ হিসেবে বেছেছে সেই কোচ নিজের গোলেই বল ঢুকিয়ে দেয় বলে দাবী করেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়।
শনিবার দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং এ তৃণমূল কংগ্রেসের ডাকে একটি প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি ও মুকুল রায়কে এই ভাবেই বিঁধলেন পার্থবাবু। বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি, কেন্দ্রীয় সরকারের নোটবন্দী, জিএসটি সহ বিভিন্ন ইস্যু নিয়ে শনিবার ক্যানিং রেলমাঠে আয়োজিত সভায় পার্থ বাবু ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়, স্থানীয় ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্যামল মণ্ডল, ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা, বারুইপুর পূর্বের বিধায়ক নির্মল মণ্ডল সহ দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের বহু নেতা নেত্রীরা। এদিনের সভায় ভিড় ছিল চোখে পড়ার মত।
দিন কয়েক আগেই দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং এর এই রেল মাঠেই সভা করেছিল বিজেপি। কৈলাস বিজয়বর্গী, রাহুল সিনহার মত বিজেপি নেতারা সেই সভায় উপস্থিত ছিলেন। কার্যত সেই সভার পাল্টা হিসেবেই শনিবার দুপুরে এই একই জায়গায় সভা করে তৃণমূল কংগ্রেস। এদিনের সভায় বক্তব্য রাখার সময় পার্থ চট্টোপাধ্যায়ের আক্রমণের মূল কেন্দ্রবিন্দু ছিল বিজেপি ও তার একসময়ের সহকর্মী মুকুল রায়।
এদিন বক্তব্য রাখতে গিয়ে পার্থবাবু বলেন, “ বিভীষণের মত কোচ নিয়ে বাংলা দখল করতে হবে না। আরও ভালো কোচের আন্ডারে বিজেপিকে প্র্যাকটিস করতে হবে”। নাম না করেই মুকুল প্রসঙ্গে পার্থ বাবু বলেন, “ এতো ভালো কোচ যে কোনদিনই ফুটবলে পা দেয়নি। নির্বাচনে না দাঁড়িয়েই সে বিরাট নেতা। তার কোচিং এ বর্গী বাবু দিলিপবাবুরা ভাবছেন বাংলা জয় করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় রেল মন্ত্রী থেকে শুরু করে পার্টির মাথায় নেতা হয়ে বসেছিলেন। আর সেই সুযোগ নিয়ে আমাদের লাথি মেরে দিলেন। ছিলেন রেলের মালপত্র সাপ্লায়ার হয়ে গেলেন রেলমন্ত্রী। এ রাজ্যে পদ্মফুল কেন কুড়ি ও ফোঁটাতে পারবেন না”। অন্যদিকে সঞ্জয়লীলা বানশালীর সিনেমা পদ্মাবতী নিয়ে দেশের বিভিন্ন রাজ্যে সমস্যা হলেও পশ্চিমবাংলায় তাকে স্বাগত জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে হরিয়ানার বিজেপি নেতা সুরজ পাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সূর্পণখা বলে অভিহিত করা প্রসঙ্গে শোভন চট্টোপাধ্যায় বলেন, “ মমতা বন্দ্যোপাধ্যায় হলেন সংস্কৃতির ধারক ও বাহক। আর যারা এই ধরনের কুরুচিকর মন্তব্য করে তারা তাদের অধিকারের সীমা লঙ্ঘন করছেন। আর যে রাজনইতিক দল এই ধরনের নেতাদের মদত দেয় তাদের রুচি সম্পর্কে আপনাদেরই বুঝে নিতে হবে”। একইভাবে মুখ্যমন্ত্রী সম্পর্কে বিজেপি নেতার এই মন্তব্যের বিরধিতা করেন পার্থ চট্টোপাধ্যায়।