পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মবিরতির জেরে ১৩ রোগীর মৃত্যু

পাটনা, ১৭ নভেম্বর (হি.স.) : রোগীর আত্মীয়-পরিজনদের হাতে জুনিয়র ডাক্তারদের নিগ্রহের প্রতিবাদে কর্মবিরতি পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালে। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে মৃত্যু হল কমপক্ষে ১৩ জন রোগীর। প্রায় পাঁচশো জন জুনিয়র ডাক্তার কর্মবিরতি চালাচ্ছেন। হাসপাতালের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত থেকে ডাক্তাররা কর্মবিরতিতে যাওয়ার পর চিকিৎসার অভাবে ১৩ জন রোগীর মৃত্যু হয়েছে। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে জরুরি বিভাগ ও আউটডোর বিভাগেও চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে।
হাসপাতালের তরফে জানানো হয়েছে, “এখনও পর্যন্ত ৩৬টি সার্জারি স্থগিত করা হয়েছে। অনেক রোগীকে ভর্তি নেওয়া হয়নি।” হাসপাতালের আধিকারিকদের বক্তব্য, “রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনরা চিকিৎসার জন্য কার কাছে যাবেন তা নিয়ে বিপাকে পড়েছেন। মৃত্যুর সঙ্গে লড়াই করছেন এমন বেশ কয়েকজন রোগীকে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে স্থানান্তরিত করেছেন পরিবারের লোকজনরা।”
প্রসঙ্গত, হাসপাতালে নিয়ে আসার সঙ্গে সঙ্গে এক রোগীর মৃত্যুর পর কয়েকজন জুনিয়র ডাক্তারের উপরে আক্রমণ করেন আত্মীয় পরিজনরা। সেই ঘটনার পর নিরাপত্তা ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কর্মবিরতিতে যাওয়া জুনিয়র ডাক্তাররা। গত দু’মাসে পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনবার রোগীর আত্মীয়দের হাতে জুনিয়র ডাক্তারদের নিগৃহীত হওয়ার ঘটনা ঘটল।