নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর৷৷ চিকিৎসক ও নার্সদের আন্তরিকতার সথে জনগনের সেবা ও ভালোবাসার মধ্যে দিয়ে তাদের আস্থা অর্জন করতে হবে৷ আজ আগরতলা সরকারী মেডিক্যাল কলেজের কার্ল ল্যান্ডস্টেইনার অডিটোরিয়ামে আয়োজিত দুদিন ব্যাপী এসোসিয়েশান অব সার্জনস অব ইন্ডিয়া’র ত্রিপুরা স্ট্রেট চ্যাপ্ঢারের ১৩ তম বার্ষিক সভার আনুষ্ঠানিক সূচনা করে মুখ্যমন্ত্রী মানিক সরকার এ কথা বলেন৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কাজের মধ্যে স্বচ্ছতা এনে জনগনের আস্থা অর্জন সংশ্লিষ্ট ব্যাক্তির ব্যবহার বা কর্মপরিচালনায় উপর৷ তিনি বলেন, আমাদের রাজ্য ছোট হলেও উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে দেশের মধ্য নজির গড়েছে৷ বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে রাজ্য আজ অনেকটাই এগিয়েছে৷ আরও এগিয়ে যেতে হবে সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে৷ তিনি বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকার এই দুটি ক্ষেত্রকে বেসরকারী কারণের দিকে নিয়ে যাচ্ছে৷ এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার পরিকল্পনা কমিশন তুলে দিয়ে নীতি আয়োগ গঠন করার পরবর্তীতে যেসব নীতি গ্রহণ করেছে তার সুফল গরীব অংশের জনগন পাচেছ না৷ নীতি আয়োগ দেশের গরীব অংশের জনগনের জন্য কাজ করছে না৷ সর্বত্র সার্বিক উন্নয়নের স্বার্থে কেন্দ্রীয় সরকারের এই প্রবনতায় পরিবর্তন আনতে হবে৷ অনুষ্ঠানে রাজ্য স্বাস্থ্য পরিষেবার আরও বেশী উন্নতিকল্পে আরো বেশী বিশেষজ্ঞ ডাক্তারদের প্রয়োজনীয়তার উল্লেখ করে স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী বলেন, রাজ্যের গ্রাম শহরে সমান্তরাল ভালে জনগনকে উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সংখ্যা বাড়াতে প্রবেশিকা পরিক্ষার ছাড়পত্রে শিথিলতা এনেছে রাজ্য সরকার৷ পাশাপাশি আগরতলায় পি জি পরীক্ষা কেন্দ্র খোলার জন্য প্রচেষ্টা চলছে৷ তিনি বলেন, চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে চিকিৎসক ও জনগনের মধ্যে নিবিড় সম্পর্ক থাকতে হবে৷ নিষ্ঠার সাথে কাজের মাধ্যমেই চিকিৎসকদের জনগনের সেবায় নিয়োজিত হতে হাবে৷ চিকিৎসকদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা দরকার৷ তিনি সার্জনদের দুদিন ব্যাপী এই সম্মেলনের সাফল্য কামনা করেন৷
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসোসিয়েশান অব সার্জনস অব ইন্ডিয়ার প্রাক্তন সভাপতি তথা মেডিকেল কাউসিল অব ইন্ডিয়ার বোর্ড মেম্বার ডাঃ আর পি শ্রীবাস্তব, এসোসিয়েশানের ত্রিপুরা চ্যাপ্ঢারের সভাপতি ডাঃ প্রদীপ সরকার, সম্পাদক ডাঃ নীলোৎপল চাকমা, সংগঠনিক কমিটির চেয়ারম্যান ডাঃ বি এস চৌধুরী৷ দুদিন ব্যাপী এি সেমিনার স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর বিশেষজ্ঞ চিকিৎসকগণ আলোচনা করবেন৷
2017-11-13