ত্রিচূড়, ১২ নভেম্বর (হি.স.) : বাম শাসিত কেরলে ফের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) কর্মী খুনের ঘটনায় সরব বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
তরুণ স্বয়মসেবকের খুনের তীব্র নিন্দা করে ট্যুইট বার্তায় সিপিএম কর্মীদের নিশানা করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। তাঁর বক্তব্য, কেরলের গুরভায়ুরে তরুণ স্বয়মসেবকের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করছি। সিপিএম কর্মীদের লাগাতার হিংসা এবং এ ধরনের রাজনৈতিক খুনের হাত থেকে নিরাপত্তার বিষয়টি এখন সারা দেশের সামনে রয়েছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে জবাব দিতে হবে, দলে অপরাধীদের বাড়বাড়ন্ত নিয়ন্ত্রণে তাঁর সরকার কী করছে বলেও প্রশ্ন তোলেন অমিত শাহ ।
জানা গেছে রবিবার কেরলের গুরুভায়ুরের নেনমেনি এলাকায় প্রকাশ্য দিবালোকে খুন করে একদল দুষ্কৃতী। প্রত্যক্ষদর্শীদের দাবি আনন্দ নামে বছর ২৩ এর আরএসএস কর্মী রবিবার সকালে মোটরবাইকে করে বেরিয়েছিল। সেই সময় গাড়িতে করে একদল দুষ্কৃতী তার উপর চড়াও হয়। রাস্তায় ফেলে তাকে বেধড়ক পেটানো হয়। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
এই হত্যাকাণ্ডের জন্য বিজেপি কেরলের শাসকদল সিপিআইএমকেই দায়ী করে। বিজেপির অভিযোগ, ২০০১ সাল থেকে কেরলে তাদের ১২০ জন কর্মী খুন হয়েছেন। শুধু কান্নুরেই ৮৪ জন । বিজেপি আরও দাবি তার মধ্যে ১৪জন নিহত হয়েছেন করেন পিন্নারাই বিজয়ন মুখ্যমন্ত্রী পদে বসার পরে গত এক বছরে ১৪ জন বিজেপি কর্মী নিহত হয়েছে।
এই বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি কুম্মানাম রাজশেখরণ বলেছেন, ‘কেরলে এখনও রক্ত ঝড়াচ্ছে বামপন্থী সন্ত্রাসবাদীরা । বিজেপি কর্মী আনন্দকে ত্রিচূড়ে নৃশংসভাবে খুন করা হয়েছে । কেরলে জঙ্গল রাজ ফেরাচ্ছে বাম দুষ্কৃতীরা।’
পাল্টা বিজেপি-আরএসএসের বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ তুলে রাজনৈতিক হত্যায় পার্টিকর্মী ও রাজ্যের ক্ষমতাসীন সরকারের জড়িত থাকার কথা উড়িয়ে দিয়েছে সিপিএম।