বেঙ্গালুরু, ১২ নভেম্বর (হি.স.) : গৌরী লঙ্কেশের খুনীরা কিছু সপ্তাহের মধ্যেই ধরা পড়বে বলে সাফ জানালেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী রামালিঙ্গা রেড্ডি। দু’মাসের ওপর হয়ে গেলেও এখনও ধরা পড়ল না বিশিষ্ট সাংবাদিক গৌরী লঙ্কেশের খুনিরা। শনিবার তিনি আশ্বাস দিয়ে জানান, তিনি ১০০ শতাংশ নিশ্চিত কিছু সপ্তাহের মধ্যেই গৌরী লঙ্কেশের খুনিরা ধরা পড়বে। তিনি আরও জানান, সিট এই খুনের মামলায় বেশ কিছু সূত্র খুঁজে পেয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে তা এখনই প্রকাশ্যে আনা যাবে না।
বেঙ্গালুরুরে সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিট যে তথ্য খুঁজে পেয়েছে, তার জন্য আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। কিন্তু তা এই মুহূর্তে প্রকাশ্যে আনা যাবে না। আমি ১০০ শতাংশ নিশ্চিত করে বলতে পারি গৌরীর খুনিদের গ্রেফতার করা হবেই এবং তা কিছু সপ্তাহের মধ্যেই হবে বলে মনে করছি আমি।’ রামালিঙ্গা রেড্ডি বলেন, ‘গৌরী লঙ্কেশকে বামপন্থি বা ডানপন্থী যারাই খুন করুক বা খুনের পেছনে অন্য কেউ জড়িত থাকুক, যেটাই হোক সত্যটা আমরা উদঘাটন করব।’ এবছরের পাঁচ সেপ্টেম্বর রাতে বেঙ্গালুরুতে নিজের বাড়ির সামনে খুন হন বিশিষ্ট সাংবাদিক-সম্পাদক গৌরী লঙ্কেশ। খুনের তদন্তের জন্য গঠন করা হয় বিশেষ তদন্তকারী দলকে (সিট)। একমাস আগেই সিট আততায়ীদের স্কেচ প্রকাশ করলেও, এখনও তাদের গ্রেফতার করতে পারেনি।

