খোয়াইয়ে ছিনতাইবাজকে ধরে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ নভেম্বর৷৷ সন্ধ্যারাতে এক মহিলার গলার সোনার চেইন ছিনতাই করে পালানোর পথে এক যুবককে আটক করল এলাকার জনগণ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা ছয়টা নাগাদ খোয়াই থানা এলাকার এনপিসি পাড়ার৷ পুলিশ জানায়, সরকারী কর্মচারী সুকুরাই দেববর্মার স্ত্রী মঙ্গলেশ্বরী দেববর্মা পাশের বাড়ির একজনকে সঙ্গে নিয়ে সুভাষপার্ক বাজার থেকে এনপিসি পাড়ার ভাড়া বাড়িতে যাবার সময় অভিযুক্ত যুবক অশোক দেব মহিলার গলার হার টেনে হিচরে ছিনতাই করে পালানোর চেষ্টা করে৷ মহিলার চিৎকারে পথচলতি  মানুষ দৌড়ে গিয়ে বারবিল গ্রামের যুবক অশোক দেবকে আটক করে উত্তম মধ্যম দিয়ে খোয়াই থানার পুলিশের হাতে তুলে দেয়৷ শনিবার ভারতীয় দন্ডবিধির ৩৭৯/৪১১ ধারা মোতাবেক মামলা নেওয় হয়েছে৷ পুলিশ ধৃতকে আদালতে সোপর্দ করে৷ ধৃতকে চৌদ্দ দিনের জেল হাজতে রাখার নির্দেশ দেন বিচারক৷