নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ এতদিন জাতীয় সড়ক দিয়ে নেশা সামগ্রীর চোরাচালন হত৷ এখন রেলে করে চোরাচালন হচ্ছে৷ তার

প্রমাণ মিলল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে গাঁজা সহ অন্যান্য নেশা সামগ্রী উদ্ধারে৷ প্রায় তিন লক্ষ টাকার নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে৷ তবে, এই নেশা সামগ্রী যার নামে পার্সেল হিসেবে এসেছে সেই ব্যক্তির কোন হদিশ খবর লেখা পর্যন্ত জিআরপি থানার পুলিশ দিতে পারেনি৷ পার্সেলের উপর লেখা ছিল শিবু সরকার৷ ঠিকানা আগরতলা৷ জিআরপির তরফ থেকে ঐ ব্যক্তির সাথে যোগাযোগ করেছে, তাকে বলা হয়েছিল আগরতলা রেল স্টেশনে আসার জন্য৷ কিন্তু, ঐ ব্যক্তি নাকি পৌঁছেননি৷
সংবাদে প্রকাশ, শুক্রবার সন্ধ্যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি আগরতলা স্টেশনে এসে পৌঁছে৷ এর আগেই রাজ্য পুলিশের আই জি (সাউদার্ন) এর তরফ থেকে পুলিশ হেডকোয়র্টারের আই জি-কে জানানো হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে কিছু সন্দেহজনক পার্সেল আগরতলায় আনা হচ্ছে৷ সেই খবরের ভিত্তিতে আগরতলা স্টেশনে পৌঁছতেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটিতে তল্লাসী চালানো হয়৷ তল্লাসী চালানোর পর কিছু পার্সেল সন্দেহজনক অবস্থায় পাওয়া যায়৷
শনিবার সকালে ঐ পার্সেলের মালিক জনৈক শিবু সরকারের সাথে যোগাযোগ কর পুলিশ জানায় যাতে তিনি রেল স্টেশনে গিয়ে পার্সেল নিয়ে যায়৷ ঐ ব্যক্তি আসবে বলে তিন ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও তিনি স্টেশনে পৌঁছেননি৷ পরে পদস্থ পুলিশ অফিসাররা ঐ পার্সেল খুলে৷ পার্সেল খুলে তো পুলিশ কর্মীদের চোখ কপালে৷ ৩০টি প্যাকেটে শুকনো গাঁজা ভর্তি৷ তাছাড়া আরও কিছু প্যাকেটের মধ্যে অন্যান্য সামগ্রীর মাঝে লুকিয়ে রাখা হয়েছে কিছু নেশার টেবলেট ও উত্তেজনা বর্ধক টেবলেট৷ পুলিশ ঐসব সামগ্রী সিজ করেছে৷

