আহমেদাবাদ, ১০ নভেম্বর (হি.স.): গুজরাটের কচ্ছ জেলায় ইন্দো-পাক সীমান্ত বরাবর ‘হারামি নালা’ ক্রীক এলাকা থেকে তিন জন পাকিস্তানি মত্স্যজীবীকে গ্রেফতার করল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)| পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে পাক মত্স্যজীবীদের ব্যবহার করা পাঁচটি নৌকা| ঊর্ধ্বতন এক বিএসএফ কর্তা জানিয়েছেন, ইন্দো-পাক সীমান্ত বরাবর টহল দেওয়ার উদ্দেশ্যে মোতায়েন করা হয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র ৭৯ ব্যটালিয়নের জওয়ানদের| বৃহস্পতিবার ইন্দো-পাক সীমান্ত বরাবর ‘হারামি নালা’ ক্রীক এলাকা থেকে তিন জন পাকিস্তানি মত্স্যজীবীকে গ্রেফতার করেন বিএসএফ জওয়ানরা| পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে পাক মত্স্যজীবীদের ব্যবহার করা পাঁচটি নৌকা| ধৃত মত্স্যজীবীদের স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে|
উল্লেখ্য, ‘হারামি নালা’ ক্রীক এলাকায় মাছ ধরার অপরাধে এর আগেও বহু মত্স্যজীবীকে গ্রেফতার করেছিল বিএসএফ| তা সত্ত্বেও মাছ ধরার উদ্দেশ্যে ভারতীয় জলসীমায় প্রবেশ করেই চলেছে পাক মত্স্যজীবীরা| চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ‘হারামি নালা’ ক্রীক এলাকা থেকে দু’জন পাকিস্তানি মত্স্যজীবীকে গ্রেফতার করেছিলেন বিএসএফ জওয়ানরা| বাজেয়াপ্ত করা হয়েছিল পাক মত্স্যজীবীদের তিনটি নৌকা|
2017-11-10