জাতীয় সড়কে মৃত উট উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৯ নভেম্বর৷৷ মৃত উট উদ্ধার হয়েছে চুরাইবাড়িতে৷ ত্রিপুরা সীমান্ত থেকে মাত্র ২০০ মিটার দূরে চুরাইবাড়ির মতলবি মোকামের পাশে ৮নং অসম-ত্রিপুরা জাতীয় সড়কে মৃত অবস্থায় উট পাওয়া গেছে৷ আজ সকালে স্থানীয় জনগন মৃত উটটিকে দেখতে পান৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অসমের চুরাইবাড়ি বনদপ্তর ও পুলিশকে৷ ঘটনাস্থলে ছুটে আসেন বনদপ্তরের কর্মী ও পুলিশ৷ ছুটে আসেন পাথারকান্দি রেঞ্জের রেঞ্জার৷ তাঁরা ঘটনাস্থলে এসে মৃত উটটিকে দেখে পশু চিকিৎসক এনে ময়না তদন্ত করান৷ সাথে কে বা কারা এই উটটিকে মৃত অবস্থায় ফেলে রেখে চলে গেছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও বন দপ্তর৷ এদিকে স্থানীয় জনগনের বক্তব্য, এই উটটিকে ত্রিপুরাতে পাচারের উদ্দেশ্যে নিয়ে এসেছিল একটি চক্র৷ কিন্তু অসম-ত্রিপুরা সীমান্ত চুরাইবাড়ি মতলবি মুকামের পাশে আসার পর উটটির মৃত্যু হয়৷ ফলে, এখানেই মৃত উটটিকে চক্রটি ফেলে রেখে পালিয়েছে বলে স্থানীয়দের ধারনা৷ অপরদিকে অসমের চুরাইবাড়ি থানার ওসি সুদীপ ভট্টাচার্য্য জানিয়েছেন, তাঁরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে উটটিকে মৃত অবস্থায় পেয়েছেন৷ এখন তদন্ত শুরু করেছেন কে বা কারা মৃত উটটিকে রাস্তার পাশে ফেলে রেখে গেছে৷ তবে খুব তাড়াতাড়ি এই উট পাচার চক্রটিকে জালে তুলবেন বলে তিনি জানিয়েছেন৷ এদিন অসম-ত্রিপুরা সীমান্তে মৃত উটকে দেখতে উভয় সীমান্তের মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে৷