কেন্দ্রীয় সরকারের ২৩ দফা প্রশ্ণের উত্তর নিয়ে দিল্লি গেলেন রাজ্যের আধিকারিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷এমজিএনরেগা প্রকল্প নিয়ে অনিশ্চয়তা এখনও কাটছে না রাজ্যে৷ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মনতত্মরকের পাঠানো ২৩ দফা প্রশ্ণের উত্তর নিয়ে দিল্লি পাড়ি দিয়েছেন রাজ্য প্রশাসনের এক শীর্ষ আধিকারিক৷ এ তথ্য দিয়ে রাজ্যের অর্থ ও তথ্য-সংসৃকতিমন্ত্রী ভানুলাল সাহা জানিয়েছেন, উত্তরপত্র সরাসরি সংশ্লিষ্ট মন্ত্রকের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে৷ কারণ ২৩ দফা প্রশ্ণের যে উত্তর পাঠানো হয়েছে তার উপর ভিত্তি করে আরও প্রশ্ণ উত্থাপন করতে পারে কেন্দ্রীয় সরকার৷ তাই উত্তরপত্র নিয়ে সরাসরি একজন আধিকারিক দিল্লি চলে গেছেন৷ যাতে অতিরিক্ত প্রশ্ণের জবাব তিনি সেখানে বসেই দিয়ে আসতে পারেন৷ মন্ত্রী ভানুলাল বলেন, কেন্দ্রীয় সরকার সঠিকভাবে অর্থ বরাদ্দ করছে না এবং একরে পর এক প্রশ্ণের উত্তরই চেয়ে যাচ্ছে৷ তা কী হয়৷ আসলে কেন্দ্র ত্রিপুরাকে উন্নয়ন থেকে বঞ্চিত করার পরিকল্পনা নিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *