গুয়াহাটি, ৭ নভেম্বর, (হি.স.) : নাগাল্যান্ডে প্রবেশ করেছে বিশ্বত্রাস আইসিস সদস্য। এ ধরনের এক খবর চাউর হলে রাজ্য ব্যাপী জারি করা হয়েছে হাই অ্যালার্ট।
নাগাল্যান্ডে আইসিসি সদস্য প্রবেশের তথ্যে কেবল সরকারি হাই অ্যালার্টই নয়, সন্দেহজনক মানুষকে শীঘ্র রাজ্য ছাড়ার নির্দেশিকা জারি করেছে বিভিন্ন বেসরকারি নাগা সংগঠনও।
পড়শি নাগাল্যান্ডের এক সূত্র জানিয়েছে, বেসরকারি সংগঠনগুলির এই নির্দেশিকার প্রতি পরোক্ষ সমর্থন জানিয়েছে টিআর জেলিয়াং সরকারও। এরই মধ্যে ‘অল সুমি স্টুডেন্টস্ ইউনিয়ন’ নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে শীঘ্র সন্দেহজনক মানুষকে নাগাল্যান্ড ছেড়ে যাওয়ার কড়া নোটিশ জারি করেছেন ইউনিয়নের সভাপতি নিনতো আওমি এবং সাধারণ সম্পাদক বিকাউ ইয়ে পথো।
এখানে উল্লেখ করা যেতে পারে, দক্ষিণ অসমের করিমগঞ্জ জেলার জনৈক মতিবুর রহমান নামের এক ব্যক্তি গত মাসে বিশেষভাবে সক্ষম এক মহিলাকে ধর্ষণ করেছিল। এ ঘটনার পর ‘অল সুমি স্টুডেন্টস্ ইউনিয়ন’-সহ বেশ কয়েকটি অরাজনৈতিক সংগঠন সন্দেহজনক মানুষের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে।
সংগঠনগুলি মনে করছে, ধর্ষক মতিবুর রহমানের মতো বহু সন্দেহভাজন ব্যক্তি অসম হয়ে নাগাল্যান্ডে প্রবেশ করেছে। এদের মাধ্যমেই সন্ত্রাসবাদীরা রাজ্যে অনায়াসে প্রবেশ করছে বলে সন্দেহ ব্যক্ত করা হচ্ছে।
প্রসঙ্গত, নাগাল্যান্ডে আইসিস সন্ত্রাসী প্রবেশ করেছে বলে রাজ্যের গোয়েন্দারা সরকারকে এক রিপোর্ট পেশ করেছিল। ওই রিপোর্টের ভিত্তিতে গোটা রাজ্যে হাই অ্যালার্ট জারি করেছে সরকারি প্রশাসন।