শহরে বাইক চুরির হিড়িক পুলিশের ভূমিকায় অসন্তোষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরে বাইক চুরি হিড়িক পড়েছে৷ রামনগর থেকে টিআর-০১-এপি- ৯১৯৮ নম্বরের একটি বাইক চুরি হয়েছে৷ অন্যদিকে এ ডি নগর থেকে টিআর-০১-ইউ-৬০৯৬ নম্বরের আরও একটি বাইক চুরি হয়েছে৷ এই ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে৷ ঘটনার চবিবশ ঘন্টা অতিক্রান্ত হলেও পুলিশ বাইকগুলি উদ্ধার করতে পারেনি বলে জানা গিয়েছে৷