বান্দা (উত্তর প্রদেশ), ৪ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের বান্দায় ডিংওয়াহি গ্রামের কাছে পুলিশের জিপের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর| দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক জন| উত্তর প্রদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এলবিকে পাল জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় বাইকে চেপে বান্দা থেকে আতারা যাচ্ছিলেন মোহিত গুপ্তা (২১) এবং সোনু নামে দুই যুবক| ডিংওয়াহি গ্রামের কাছে বোলেরো জিপের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে সোনুর| গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন মোহিত| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|
2017-11-04