নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২ নভেম্বর৷৷ পুলিশের নিস্কিয়তায় চোরের উপদ্রব দিন দিন বৃদ্ধি পাচ্ছে৷ চোরের দলের তান্ডবে অতিষ্ট মানুষ৷ কখনো ঘরের সিদ কেটে স্বার্ণলঙ্কার বা টাকা পয়সা চুরি, কখনো বাইক চুরি আবার কখনো বা গৃহ পালিত পশু৷ বৃহস্পতিবার সাত সকালে বিশালগড়ের নোয়াপাড়া রেল ব্রীজ সংলগ্ণ এলাকায় এমনই একটি ঘটনা প্রত্যক্ষ করল স্থানীয়রা৷ চুরি করে গরু নিয়ে যাবার সময় এলাকাবাসীরা হাতে নাতে পাকড়াও করে এক যুবককে৷ তার নাম বিবান্ত দেববর্মা৷ বয়স ৩৫৷ বাড়ি টাকারজলা৷ জানা গেছে, অভিযুক্ত যুবক বিবান্ত গতকাল দুপুরে বিশ্রামগঞ্জের সমতল পাড়া আমতলী তার শ্বশুড় বাড়িতে বেড়াতে গিয়েছিল৷ এদিন শেষ রাতে শ্বশুড় বাড়ির দুটি গরু সে চুরি করে নিয়ে আসার সময় নোয়াপাড়া এলাকার ধরা পরে৷ ভীড় জমে প্রচুর মানুষের৷ উৎসুক জনতা খবর দেয় থানায়৷ পুলিশ এসে বিবান্তকে ধরে নিয়ে গিয়ে থানার লকআপে পুরে দেয়৷
2017-11-03

