ইলারু, ২ নভেম্বর (হি.স.) : স্ন্যাক্সের প্যাকেটে ভেতরে রবারের খেলনা গিলে ফেলায় মৃত্যু হল চার বছরের এক শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার ইলারু শহরে। মৃতের নাম নিরীক্ষণ কুমার।
মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুধবার নিরীক্ষণ একটি স্ন্যাক্সের প্যাকেট কিনেছিল। তার মধ্যে ছিল একটি রবারের খেলনা। ভুল করে সে ওই খেলনাটিও গিলে ফেলে। নিরীক্ষণের বাবা জানিয়েছেন, খেলনাটি গিলে নেওয়ার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় সে। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। কিন্তু, সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
2017-11-02