গুয়াহাটি, ২ নভেম্বর (হি.স.) : নয়াদিল্লিতে ফের উদ্ধার হয়েছে অসমের দুই যুবতী। দিল্লির মডেল টাউনে এক অভিযান চালিয়ে দিল্লি পুলিশ উদ্ধার করেছে বিহারেরও এক যুবতীতে। দিল্লিতে তাঁদের পরিচারিকার কাজে নিয়োজিত ছিল এই তিনজন।
গত চার বছর আগে তাঁদের অসম থেকে দিল্লি নিয়ে এক নারী পাচারকারী চক্রের হাতে বিক্রি করেছিল অসমের এক দালালচক্র। সেই থেকে তাঁদের ওপর শারীরিক শোষনের পাশাপাশি বিভিন্ন গৃহস্থের বাড়িতে পরিচারিকার কাজে নিয়োগ করে ওইসব চক্র। এত দিনে পরিচারিকার কাজের বিনিময়ে কোনও মাসোহারাও পাননি, তিন যুবতী জানিয়েছেন পুলিশকে।
2017-11-02