প্রধানমন্ত্রী দফতরের ভুয়ো আধিকারিক কানহাইয়া কুমারকে গ্রেফতার করল পুলিশ

নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী দফতরের আধিকারিক হিসেবে ভুয়ো পরিচয় দেওয়া কানহাইয়া কুমারকে গ্রেফতার করল দিল্লি পুলিশের বিশেষ তদন্তকারী শাখার আধিকারিকরা। নয়ডার সেক্টর-১০০ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে বুধবার জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী বেশ কয়েকদিন ধরে কানহাইয়া কুমার নামে ওই ব্যক্তি নিজেকে প্রধানমন্ত্রী দফতরের ডিরেক্টর হিসেবে পরিচয় দিয়ে আসছিল। এমনকি প্রধানমন্ত্রীর দফতরের ১৫২ নম্বর ঘরে তার নিজস্ব চেম্বার রয়েছে বলে নিজের ভিসিটিং কার্ডে দাবি করেন ওই ব্যক্তি।
তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনারকে ফোন করে ওই ব্যক্তি নিজেকে পিএমও দফতরের আধিকারিক হিসেবে পরিচয় দেন। পাশাপাশি সেন্ট্রাল ডিফেন্স অ্যাকাউন্ট সার্ভিসের এক অফিসারকে উচ্চপদে বসানোর জন্য সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনারকে অনুরোধ করেন। পরে সেন্ট্রাল ভিজিল্যান্স তরফে প্রধানমন্ত্রী দফতরে যোগাযোগ করা হলে সেই ব্যক্তির ভুয়ো পরিচয় সামনে আসে।
পুলিশ কানহাইয়া কুমারের বাড়ি থেকে একটি ‘গভমেন্ট অফ ইন্ডিয়া’ লেখা এসইউভি গাড়ি উদ্ধার করেছে। হাদরাবাদের যে ছাপাখানা থেকে ভিসিটিং কার্ড ছাপানো হয়েছে তারও খোঁজ করছে পুলিশ। দিল্লির মেট্রোপলিটন আদালত তাকে ১০ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। পুলিশ জানিয়েছে নিজেকে ড. কেকে হিসেবেও পরিচয় দিয়ে থাকেন ওই ব্যক্তি। তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ এনে মামলা দায়ের করেছে পুলিশ।