নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): তপশিলি জাতি, উপজাতি সম্প্রদায় এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায়গুলি চূড়ান্ত বৈষম্যের শিকার। মঙ্গলবার এই মন্তব্য করলেন নীতি আয়োগের সিইও অমিতাভ কান্থ। এদিন তিনি বলেন, সরকারের উচিত শিক্ষা, পুষ্টি ও স্বাস্থ্য সংক্রান্ত সুযোগ সুবিধাগুলি তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষের জন্যে নিশ্চিত করা উচিত।
এদিন নীতি আয়োগের সিইও অমিতাভবাবু ইয়ং লিভস রাউন্ড ফাইভ লংগিটিউডিনাল ফাইন্ডিংস শীর্ষক একটি রিপোর্ট প্রকাশ করেন। ওই রিপোর্টটি প্রকাশ করে তিনি বলেন, তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের মানুষের শিক্ষা, স্বাস্থ্য এবং পুষ্টির সুযোগ-সুবিধার জন্যে পরিকাঠামো থাকা অতি গুরুত্বপূর্ণ।
2017-10-31