বেঙ্গালুরু, ২৯ অক্টোবর (হি.স) : অভিনেত্রী হিসেবে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর আগেই রেখেছেন তিনি। এবার সাহিত্যিক হিসেবেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখলেন টুইঙ্কল খান্না। সূত্রের খবর অনুযায়ী বেঙ্গালোর সাহিত্য উৎসবে পপুলার চয়েস বিভাগে ‘দি লেজেন্ড অফ লক্ষ্মীপ্রসাদ’ বইটির লেখিকা হিসেবে পুরস্কৃত হন টুইঙ্কল খান্না।
শনিবার এক টুইট বার্তায় পুরস্কারের প্রাপ্তি স্বীকার করে টুইঙ্কল বলেন, তিনি সম্মানিত। অনবদ্য লেখক-লেখিকাদের সঙ্গে এই পুরস্কার পেয়ে নিজেকে সম্মানিত মনে করছেন তিনি। উল্লেখ্য ‘দি লেজেন্ড অফ লক্ষ্মীপ্রসাদ’ তার দ্বিতীয় বই। এর আগে ‘মিসেস ফানিবোনস’ বইটি লিখে সমালোচকদের প্রশংসা কুরিয়েছিলেন তিনি। টুইট বার্তা টুইঙ্কল জানিয়েছেন রবিবার তিনি বেঙ্গালোর সাহিত্য উৎসবে উপস্থিত থাকবেন। অন্যদিকে ষষ্ঠ বছরে পড়ল বেঙ্গালোরের এই সাহিত্য উৎসব। লেখালেখির পাশাপাশি অক্ষয় কুমার অভিনীত প্যাডম্যান সিনেমাটির সহ- প্রযোজনা করেছেন তিনি।
2017-10-29