নির্বাচন কমিশনের দুই আধিকারীক আসছেন ২ নভেম্বর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ রাজ্যে আসছেন সহকারি নির্বাচন কমিশনার সুদীপ জৈন৷ তাঁর সাথে আসবেন নির্বাচন কমিশনের অধিকর্তা৷ আগামী ২ নভেম্বর তাঁরা রাজ্যে আসবেন৷ তাঁদের এই রাজ্য সফরের উদ্দেশ্য হল নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করা৷ জানা গেছে, সহকারী নির্বাচন কমিশনার আগামী বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে রাজ্যে নির্বাচনী প্রক্রিয়ার পর্যালোচনা করবেন৷ ভোটার তালিকা সংশোধন, নতুন ভোটার তালিকা, বিভিন্ন বুথের অবস্থা পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থার কি পরিস্থিতি তা সমস্তকিছু পর্যালোচনা করবেন তিনি৷ এদিকে, নির্বাচন কমিশনের অধিকর্তা রাজ্যে এসে আয়কর দপ্তর এবং শুল্ক ও আবগারি দপ্তরের আধিকারিকদের সাথে বৈঠক করবেন৷ মূলত, নির্বাচনের মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দল নানা রকম জিনিসপত্র রাজ্যে আনবে৷ ঐ সমস্তকিছু আনার ক্ষেত্রে সঠিকভাবে কর সংগ্রহ করার বিষয়ে বৈঠকে তিনি আলোচনা করবেন৷
বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারীক শ্রীরাম তরনীকান্ত৷ তিনি আরো জানান, আরও ভাল নির্বাচনী পরিষেবা, ভোটার তালিকায় বিশ্বস্ততা বাড়ানো, সর্বোচ্চ নাম নথিভুক্তকরণের জন্য সারা দেশে (গুজরাট এবং হিমাচলপ্রদেশে ছাড়া) নির্বাচক তালিকায় বিশেষ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে৷ এর অঙ্গ হিসেবে ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর, ২০১৭ বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি যাবেন৷ তারা মৃত, স্থানান্তরিত, বাদ যাওয়া ভোটার শনাক্ত করবেন এবং ২০১৮ এর খসড়া ভোটার তালিকার অশুদ্ধ তথ্যও সংশোধন করবেন৷ মুখ্য নির্বাচন আধিকারিক আরও জানান, ২৪ আগস্ট, ২০১৭ পর্যন্ত রাজ্যে মোট ভোটারের সংখ্যা হল ২৫ লক্ষ ৫ হাজার ৯৯৭ জন৷ এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১২ লক্ষ ৭৫ হাজার ৩৬৯ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১২ লক্ষ ৩০ হাজার ৬২৮ জন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *