নিয়মিতকরণের দাবীতে মুখ্যমন্ত্রীর বাসভবনে গেলেন আশা সহায়িকারা

মুখ্যমন্ত্রী মানিক সরকার৷

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর৷৷ বিধানসভা নির্বাচনের মুখে রাজ্য সরকারের উপর চাপা বাড়িয়ে আন্দোলনমুখী আশা সহায়িকারা৷ সরকারী বঞ্চনায় সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানাতে বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছেন একটি প্রতিনিধি দল৷ অভিযোগ, ২০০৭ সালে এনআরএইচ এম প্রকল্প রাজ্যে চালু হওয়ার সময় সবাই আশা কর্মী হিসাবে নিয়োজিত হয়েছিলেন৷ ২০১১ সালে মাধ্যমিক উত্তীর্ণরা আশা সহায়িকা অর্থাৎ ফেসিলিয়েটর হিসাবে স্বীকৃতি পায়৷ দুবার বিধানসভা ভোট কেটে গেলেও ক্ষমতাসীন সরকার আশা ফেসিলিয়েটদের আত্মসম্মানবোধ ও আর্থিক দৈন্যতা দূর করেনি৷ মুখ্যমন্ত্রী ন্যায্য দাবী দাওয়া মেনে সরকারী স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি প্রদানে গড়িমসি করলে আন্দোলন তেজী করার হুশিয়ারী দিয়েছেন আন্দোলনকারীরা৷ পুর নিগম এলাকায় ৪৫৮ জন আশা কর্মীকে গাইড করার জন্য ৮ জন ফেসিলিয়েটর নিয়োজিত৷ দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ১৭০০ টাকা সাম্মানিক নিয়োগ পেয়ে কাজ করে চললেও মুখ্যমন্ত্রী কিংবা স্বাস্থ্যমন্ত্রী দৃষ্টি দেয়নি৷ রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের গাইড লাইন মেনে অবিলম্বে আশা ফেসিলিয়েটরের শূন্যপদে নিয়োগ করা, অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের দাবীতে আন্দোলন তেজী করার হুশিয়ারী দিয়েছেন আশা ফেসিলিয়েটররা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *