শিলিগুড়ি, ২৬ অক্টোবর (হি.স): শিলিগুড়িতে ঘুরে বেড়ানো এক স্ত্রী পথকুকুরের সিজার করা হল। শুধু পথকুকুর নয়, প্যারালাউজডও বটে। সবাই জুলি বলেই ডাকে। থাকে শহরের মিলনপল্লী এলাকার পথেঘাটে। যে যা দিচ্ছে তাই খাচ্ছে। তবে এখন আর বাড়িতে বাড়িতে গিয়ে উঁকি মারতে পারে না। কেউ দিয়ে গেলে খাচ্ছে, না দিলে হয়তো না খেয়েই থাকছে। এভাবেই দিন কাটছিল। এরইমধ্যে জুলি সন্তানসম্ভবা হয়ে পড়ে। প্রত্যেকে চলার পথে তাকে দেখেছে। কিন্তু সাহায্য করার জন্য কেউই এগিয়ে আসেননি। কিন্তু চোখ এড়ায়নি অ্যানিম্যাল হেল্পলাইনের সদস্য প্রিয়া রুদ্রর। তিনি জুলিকে নিয়ে যান শেলটার হোমে। সেখানেই তার চিকিৎসার ব্যবস্থা করেন। জুলি আবার ক্যান্সারেও আক্রান্ত বলে প্রিয়া রুদ্র জানান। বুধবার রাতে শিলিগুড়ির চার্চ রোডের একটি পশু হাসপাতালে জুলির অপারেশন শুরু হয়। তিনটি সন্তানের জন্ম দেয় জুলি। শিশুগুলি সুস্থ আছে। দেখভাল করছে প্রিয়া রুদ্র। তিনি পরে জানান, জুলি হয়তো বেশিদিন বাঁচবে না। তবে তার পেটে থাকা সন্তানদের বাঁচিয়ে তৃপ্তি পাচ্ছি। প্রত্যেক মানুষকেই এই ধরণের কাজে এগিয়ে আসার জন্য তিনি আবেদনও করেন।
2017-10-26