নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর৷৷ কেমতলি বৈদ্যেরমুরা এলাকায় এক ব্যক্তির আত্মহত্যাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে৷ বারির পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করেছে পুলিশ৷ পরে ময়না তদন্ত শেষে এদিন বিকেলেই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে মৃতদেহ৷ ঘটনার বিবরণ থেকে জানা গেছে, অভাব-অনটনের সংসারে দিনমজুর তপন দাস (৩৫) তার স্ত্রীর শারীরিক অসুস্থতায় ঔষুধের ঘানি টানতে পারছিলেন না মাস কয়েক যাবত৷ এ থেকেই সামান্য মানসিক অশান্তিতে ভুগছিলেন তপনবাবু৷ এলাকাবাসী সূত্রে তার মানসিক এই অবসাদের খবর শুনে পুলিশও মানসিক ভারসাম্যহীনতায় তার মৃত্যু হতে পারে বলে অনুমান করেছে৷ সে অনুযায়ী একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে মেলাঘর থানার পুলিশ৷
2017-10-25

