গুয়াহাটি, ২৩ অক্টোবর (হি.স.): গুয়াহাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হলেন অন্তত ৩৫ জন যাত্রী| তাঁদের মধ্যে ৫ জনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| আশঙ্কাজনক অবস্থায় তাঁকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে| সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে গুয়াহাটির জোড়াবাট এলাকায়|
পুলিশ সূত্রের খবর, উজান অসমের যোরহাট থেকে রবিবার রাতে অন্তত ৪০ জন যাত্রী নয়ে গুয়াহাটি আসছিল ত্রিশূল ট্রাভেলস-এর নাইট সুপার| দীর্ঘ পথচলার পর, গুয়াহাটি ঢোকার চার-পাঁচ কিলোমিটার আগে জোড়াবাটে গণেশ মন্দিরের পাশে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাহাড়ি রাস্তা থেকে প্রায় চল্লিশ ফুট নীচে খাদে উল্টে পড়ে যায়| বিশাল একটি পাথরে আটকে যাওয়ায় আরও গভীর খাদে গড়িয়ে পড়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছে বাসটি|
এই দুর্ঘটনায় অন্তত ৩৫ জন যাত্রী আহত হয়েছেন| তাঁদের মধ্যে ৫ জনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| আহতদের সকলকে উদ্ধার করে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়| প্রাথমিক চিকিত্সার পর বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়| বাকিরা হাসপাতালে চিকিত্সাধীন| হাসপাতাল সূত্রের খবর, আহতদের মধ্যে ৫ জনের অবস্থা সঙ্কটজনক|
2017-10-23

