নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ সাংগঠনিক দিক দিয়ে বুথ শক্তিশালী করতে কোমড় বেধে নেমেছে প্রদেশ বিজেপি৷ বুধবার ৯ বনমালীপুর সাংগঠনিক বুথস্তরীয় সভা অনুষ্ঠিত হয় রাজধানীর মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে৷ ৫১টি বুথের কার্যকর্তাদের নিয়ে ১৮’র রণনীতি নির্ণয় করতে প্রদেশ নেতৃত্ব বৈঠকে মিলিত হয়েছেন৷ রাজ্যের সরকার পিরবর্তন বিজেপির একমাত্র লক্ষ্য নয়৷ ৩১৭০ টি বুথ দখল করে বামেদের ঢাকিশুদ্ধ বিসর্জন দেওয়া হবে বলে সাংগঠনিক বুথস্তরীয় সভায় দাবী করেছেন প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন, ত্রিপুরায় মানিকের জঙ্গলরাজ খতম করতে হবে৷ তাঁর মতে, ৯ বনমালীপুর এলাকার অনুউন্নয়নে বাম ও কংগ্রেস একরকম দায়ী৷ দিল্লীতে মোদীর নেতৃত্বে সবকা সাথ সবকা বিকাশমুখী সরকার চলছে৷ বনমালীপুরে ৫১টি বুথের কার্যকর্তারা প্রস্তুত ভোট ময়দানে ঝাপাতে দাবী করেছেন বিপ্লব কুমার দেব৷ বিজেপি কর্মীদের উপর ক্রমবর্ধমান নির্যাতনের ঘটনা বন্ধ না হলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার হুশিয়ারী দিয়েছেন সদর জেলা সভাপতি মানিক দাস৷ বানফ্রন্ট রাজ্যকে শ্মাশানভূমিতে পরিণত করেছে৷ বনমালীপুর সহ সমস্ত বিধানসভায় বিজেপি একক সংখ্যা গড়িষ্ঠতায় জয়লাভ করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন মানিক দাস৷ সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সহ সভাপতি সুবল ভৌমিক, প্রাক্তন মন্ত্রী রতন চক্রবর্তী, সদর গ্রামীণ এলাকায় সম্পাদক শুভ্রজিৎ ভৌমিক প্রমুখ৷
2017-10-12