পাঁচকুলা, ১০ অক্টোবর (হি.স.) : ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমীত রাম রহিমের ছায়াসঙ্গিনী হানিপ্রীত ইনসান ওরফে প্রিয়ঙ্কা তানেজাকে মঙ্গলবার আরও তিনদিন পুলিশ হেফাজত।
এদিনের শুনানিতে সরকারি কৌঁসুলি জানান, হনিপ্রীতকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। এর জন্য তাঁকে হেফাজতে নেওয়া দরকার। এরপরই হানিপ্রীতের হেফাজতের মেয়াদ আরও তিনদিন বাড়িয়ে দেন বিচারক।
ডেরা সচ্চা সৌদা প্রধানের জেলযাত্রার পরই গায়েব হয়ে যান হানিপ্রীত। তাঁর খোঁজে দেশের বিভিন্ন প্রান্তে এবং একইসঙ্গে নেপাল-সীমান্তেও তল্লাশি চালায় পুলিশ। অবশেষে গত ৩ অক্টোবর পঞ্জাবের জিকাপুর-পাতিয়ালা রোড থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
এর আগে গত ৪ অক্টোবর হানিপ্রীতকে আদালতে পেশ করা হলে তাঁকে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক।
2017-10-10