বেজিং, ৯ অক্টোবর (হি.স.): ডোকালাম নিয়ে বেশিমাত্রায় সংবেদনশীল ভারত। শুধু তাই নয়, উদ্ধতও বটে। এমনই মনে করছে চিনের সরকারি সংবাদ মাধ্যম। সেকারণেই ডোকালামেয় রাস্তা তৈরি নিয়ে ভিত হয়ে পড়েছে। কিন্তু তার পরেও চিন কোনও ভাবেই ডোকালামের রাস্তা তৈরি থেকে বিরত থাকবে না। ডোকালাম নিয়ে ভারত অতিরিক্ত পরিমাণে অহঙ্কারি আর নিজের সীমান্তের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এই আশঙ্কায় বেশি মাত্রায় ভীত হয়ে পড়েছে। সেকারণেই ভারত এই বিরোধিতায় নেমেছে। এই বিরোধিতার কোনও যুক্তিই নেই বলে দাবি চিনের। এই ভয় থেকে ভারত যত তাড়াতাড়ি মুক্ত হবে ততই তাদের পক্ষে মঙ্গল বলে এই সংবাদপত্রে লেখা হয়েছে|
চিনের এই সংবাদমাধ্যম একটি রিপোর্টের কথা উল্লেখ করে জানিয়েছে, ডোকালামে যেখানে চিনা সেনার সঙ্গে ভারতীয় সেনার গণ্ডগোল বেঁধেছিল তার ঠিক ১০ কিলোমিটার দূরে চুম্বি ভ্যালিতে রাস্তা তৈরি শুরু করে দিয়েছে চিন। এটা সেখানে রাস্তা তৈরির সঠিক সময় না হলেও। ওই এলাকায় রাস্তা ও পরিকাঠামো উন্নয়নের পূর্ণ অধিকার বেজিংয়ের রয়েছে বলেও সংবাদপত্রে লেখা হয়েছে। সেখানে আরও দাবি করা হয়েছে ডোকালাম একেবারেই চিনের অংশ।
2017-10-09