বেতন ভাতার দাবীতে আজ থেকে কর্মবিরতির ঘোষণা জুটমিল কর্মীদের

নিজস্ব প্রতিনিদি, আগরতলা, ৮ অক্টোবর৷৷ জুটমিলের প্রচলিত আরওপি সংশোধনক্রমে পি এস ইউ কর্মচারীদের ন্যায় জুটমিলের সকল শ্রমিকদের বেতন ভাতার দাবীতে ৯ই অক্টোবর কর্মবিরতিতে আন্দোলনে যাচ্ছে জুটমিল কর্মচারীরা৷ রবিবার আগরতলা প্রেসক্লাবে আহুত সাংবাদিক সম্মেলনে আন্দোলনের ঘোষণা দিয়েছেন যৌথ মঞ্চের নেতৃত্বরা৷ ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন, ত্রিপুরা জুটমিল পেনশনার্স এসোসিয়েশন, জুটমিল আইনি পরামর্শ কমিটি ও ডাই ইন হারনেস এন্ড পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটির যৌথ আহ্বানে ভোটের মুখে সরকারের চাপ বাড়িয়ে কর্ম বিরতির ঘোষণা৷ অভিযোগ, সুপ্রিম কোর্ট ত্রিপুরা জুটমিলকে পিএসইউ হিসাবে গন্য করলেও বেতন ভাতা প্রদান করা হচ্ছে না৷ ২ রা অক্টোবর ২০১৭ ইং জুটমিল ম্যানেজিং বোর্ডের ২০৯ নং বিওডি সভায় কোন ইতর বিশেষ পরিবর্তন নেই বলেও সুর চড়ান সংগঠনের নেতৃত্বরা৷ রাজ্য সরকারের লাভজনক সংস্থা জুটমিল বন্ধের মুখে পড়ে থাকলেও সরকার পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে উদাসীন৷ গত ২৫ বছরে ক্ষমতাসীন বামফ্রন্ট সরকার জুটমিলকে অনিশ্চয়তায় ঠেলে দিয়েছে বলে দাবী যৌথ মঞ্চের কর্মকর্তাদের৷ ৯ই অক্টোবর কর্মবিরতি কোন প্রলোভন কিংবা প্রতিশ্রুতিতে প্রত্যাহার হবেনা৷ বকেয়া বেতন ভাতা  ও সুযোগ পাওয়া হলেই কর্মক্ষেত্রে যোগ দেওয়ার ঘোষণা দেন আন্দোলনকারী জুটমিল কর্মীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *