আয় নিয়ে বিতর্ক : ১০০ কোটি মানহানি মামলার হুঁশিয়ারি দিলেন জয় শাহ

নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.): অমিত শাহর ছেলে জয় শাহের সংস্থার সম্পর্কে একটি সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে যে দাবি করা হয়েছে, তাকে একেবারে ‘ভিত্তিহীন, অবমাননাকর, অপমানজনক’ বলে খারিজ করল বিজেপি। ওই অনলাইন সংবাদমাধ্যমের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলার হুঁশিয়ারি দিলেন জয় শাহ।
প্রকাশিত খবরের কোনও সারবত্তা নেই বলে জানিয়ে পীযূষ জানান, ওই সংবাদমাধ্যমের মালিক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে আমদাবাদ হাইকোর্টে ১০০ কোটি টাকার ফৌজদারি মানহানি মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন জয় শাহ। মন্ত্রী আরও দাবি করেন, জয় শাহ যে ব্যবসা করেন, তা একেবারে বিধিসম্মত ও আইন মেনে। প্রসঙ্গত, এদিনই একটি অনলাইন সাইটে প্রকাশিত খবর অনুযায়ী, এক বছরে জয় শাহের সংস্থার টার্নওভার ১৬ হাজার গুণ বৃদ্ধি পেয়েছে। নিজেদের দাবির স্বপক্ষে রেজিস্ট্রার অফ কোম্পানিজ (আরওসি)-র দাখিল করা তথ্যকে হাতিয়ার করেছে ওই সংবাদমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪-১৫ অর্থবর্ষে জয় শাহের মালিকানধীন টেম্পল এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের বার্ষিক টার্নওভার ছিল ৫০ হাজার টাকা। সেখানে ২০১৫-১৬ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়ায় ৮০ কোটি টাকা|
এদিন অভিযোগের প্রেক্ষিতে মোদী সরকারকে তীব্র আক্রমণ করে কংগ্রেস। কিছুক্ষণের মধ্যে সাফাই দিতে গিয়ে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, সংবাদমাধ্যমের প্রতিবেদনে যে দাবি করা হয়েছে, তা একেবারে ‘ভিত্তিহীন, অবমাননাকর, অপমানজনক’। তাঁর দাবি, জয় শাহ ও তাঁর বাবা অমিত শাহের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই ওই খবর প্রকাশ করা হয়েছে।