নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ অসামাজিক কার্যকলাপে ভরে উঠেছে আগরতলা যোগেন্দ্রনগর রেলস্টেশন৷ জিআরপি কর্মীদের চোখে ধুলো দিয়ে দেদার চলছে অসামাজিক কার্যকলাপ৷ চলছে নেশার কারবার৷ বিস্তর অভিযোগের পরেও কুম্ভ নিদ্রায় জিআরপি কর্মী সহ পুলিশ প্রশাসন৷ ফলে নিরাপত্তা হীনতায় ভুগছে যাত্রীরা৷ এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুবার স্থানীয় পুলিশ ফাঁড়ি সহ জিআরপি কর্মীদের জানানো হয়েছিল রাতের আঁদারে রেল স্টেশনে অসামাজিক কার্য়কলাপ বন্ধ করার জন্য৷ কিন্তু আজ পর্যন্ত এব্যাপারে কোন উদ্যোগ নেয়নি৷ রাতের কোনও ট্রেন এই স্টেশনে থামলে যাত্রীরা নামতে ভয় পাচ্ছেন৷ অনেকেই এই স্টেশনে না নেমে আগরতলা বাধারঘাট স্টেশনে চলে আসেন৷ পরবর্তী সময়ে যাত্রীবাহী গাড়ি করে গন্তব্য স্থ্যলে আসতে হচ্ছে তাদের৷ তাছাড়া রাতের ট্রেন চলে যাবার পরই এই স্টেশনে আর কোনও নিরোপত্তা কর্মীদের দেখা যায় না৷ এমনকি জিআরপি কর্মীরাও থাকেন না৷ পলে তারই সুযোগ নিয়ে চলছে অসামাজিক কাজকর্ম৷
2017-10-07