কোচি, ১ অক্টোবর (হি.স.) : ভারতীয় নৌসেনার এক অফিসারের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। রবিবার সকাল ৭:৩০ নাগাদ আইএনএস যমুনা নামে নৌবাহিনীর এক জাহাজে বন্দুকের গুলিতে আহত হন এক নৌ আধিকারিক। গুলির শব্দ পেয়ে ছুটে যায় অন্যান্য আধিকারিক। রক্তাক্ত অবস্থায় তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে মৃত নৌসেনার আধিকারিক নাম রক্ষা কুমার পারমার।
প্রাথমিক তদন্তে জানতে পারা যাচ্ছে নিজের সার্ভিস পিস্তলের ছোড়া গুলিতে আহত হয়েছিলেন ওই নৌসেনা আধিকারিক। পরে হাসপাতালে তাকে মৃত্যু হয়। কিন্তু এটা খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।উল্লেখ্য এই ঘটনার সময় কেরলের উপকূলে নোঙর ফেলে ছিল জাহাজটি।