ডোকলামের মতো ঘটনা আগামীদিনে আরও ঘটবে : সেনাপ্রধান রাওয়াত

পুনা, ২৭ আগস্ট (হি.স) : ভারত চিন সীমান্তে উত্তেজনার মধ্যে ভারতীয় সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াত সাফ জানিয়ে দিলেন যে সীমান্তের স্থিতাবস্থা পরিবর্তন করতে চাইছে চিন। তার ফলে ভবিষ্যতে ডোকলামের মতো অবস্থা আরও বাড়বে বলে তিনি মনে করেন। শনিবার বিকেলে পুনার সাবিত্রীবাঈ ফুলে বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে এসে তিনি জানান যে সীমান্তে স্থিতাবস্থা নিয়ে যেভাবে চিন পরিস্থিতির পরিবর্তন করতে চাইছে। তার ফলে বিষয়টি যথেষ্ঠ উদ্বেগের বলে তিনি মনে করেন।
তিনি আরও জানান যে ভারত-চিন সীমান্তে দুই দেশের মধ্যে লাইন অফ একচুয়াল কন্ট্রোল নিয়ে মতবিরোধ কারণ এধরণে বিক্ষিপ্ত সংঘত হচ্ছে। সীমান্ত লঙ্ঘন করে ঢুকে পড়ার ঘটনা মাঝে মাঝেই হয়। এবং এর ফলে সীমান্তে থাকা দুই দেশের সেনার মধ্যে ভুল বোঝাবুঝিও হয়। কিন্তু এই পরিস্থিতি মোকাবিলা করার মতো ক্ষমতা ভারতীয় সেনাবাহিনীর আছে।
তিনি আরও জানান ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে চিনের বাহিনীর হওয়া সাম্প্রতিক ফ্ল্যাগ মিটিং ভারতের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে দুই দেশের সেনাবাহিনী যে জুন মাসের ১৬ তারিখের আগের অবস্থানে চলে যায় অর্থাৎ ডোকলামের উত্তেজনার আগের পরিস্থিতির সময়ে। কিন্তু বরাবরই চিনের পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়। তিনি জানান যে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে ডোকলাম সমস্যার সমাধান হতে পারে।
ভারতের সেনাপ্রধান জানান যে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চিনা সেনাবাহিনী মহাকাশ গবেষণা ও সেনাবাহিনীর তথ্যপ্রযুক্তি উন্নয়নে অনেক এগিয়ে গেছে। পাশাপাশি তাদের পরিকাঠাগত উন্নয়ন বেশ ভাল। চিন সম্প্রতি তারা তিব্বতে সেনাবাহিনী সমাবেশ করেছে। তাদের উন্নত পরি কাঠা মোর ফলে তারা সহজেই সেনা এক জায়গা থেকে অন্যত্র মোতায়ন করতে সক্ষম। তিনি বলেন চিন-পাকিস্তানের অর্থনৈতিক করিডর যা পাক অধিকৃত কাশ্মীরের দিয়ে গেছে তা ভারতের সার্বভৌত্বের জন্য বিপদের কারণ হতে পারে।
তিনি সতর্ক করে দিয়ে বলেন যে আত্ম-তুষ্টির কোন জায়গা নেই। যে কোন পরিস্থিতির জন্য ভারতীয় সেনাবাহিনীকে তৈরি থাকতে হবে।