নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট৷৷ সীমানা বিবাদকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর রক্তক্ষয়ী সংঘর্ষ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ধর্মনগর থানাধীন মোটরস্ট্যান্ড এলাকায়৷ দীর্ঘদিনের জমানো ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে রবিবার সকালে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে বিপ্লব সূত্রধর ও অমিত সূত্রধর বাড়ি থেকে ডেকে বের করে এলোপাথাড়ি দা দিয়ে মাথায় কুপিয়ে জখম করেছে বাপন সূত্রধরকে৷ আত্মরক্ষায় বাপনের চিকিৎসার শুনে স্থানীয়রা এগিয়ে আসতেই অভিযুক্তরা পালিয়ে গিয়েছে বলে খবর৷ সম্পত্তি নিয়ে দুই প্রতিবেশীর বিবাদ ঘিরে রক্তাক্ত হয়েছে একজন এই খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়েছে৷ গুরুতর জখম বাপন সূত্রধরকে ধর্মনগর হাসপাতালে নিয়ে গেলেও মাথায় আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকরা জি বি হাসপাতালে রেফার করেছেন৷ বর্তমানে আহতের চিকিৎসা চলছে জিবি তে৷ ধর্মনগর থানায় পরিকল্পিত খুনের অভিযোগ জানিয়ে এফ আই আর করেছে আহতের পরিবার৷ খবর লেখা পর্যন্ত অভিযুক্তদের এখনো আটক করতে পারেনি পুলিশ৷
2017-08-14

