নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১২ আগস্ট৷৷ স্বাধীনতা দিবসের ঠিক পাক্ মুহুর্তে পার্শ্ববর্তী অসম রাজ্যের করিমগঞ্জ জেলার বদরপুর রেল ষ্টেশনে
উদ্ধার বৃহৎ পরিমাণ বন্দুকের তাজা কার্তুজ৷ উদ্ধারকৃত কার্তুজগুলির মধ্যে একে৫৬, একে৪৭ এবং থ্রিনটথ্রি রাইফেলের তাজা কার্তুজ রয়েছে৷ সর্বমোট ৩০৫টি তাজা কার্তুজ উদ্ধার করেছে বদরপুর রেল পুলিশ৷ সাথে আটক করেছে নরেশ চাকমা(৩৪) নামের এক যুবককে৷ কিন্তু অপর এক যুবক পালিয়ে যেতে সক্ষম হয়৷
জানা যায়, ডিমাপুর থেকে একটি কার্তুজ ৫০০ টাকা হিসাবে কিনেছিল৷ আর ঐ বৃহৎ পরিমাণের গুলি আগরতলাতে নিয়ে যাবার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল৷ বাজেয়াপ্ত করা ৩০৫টি তাজা কার্তুজের মধ্যে একে ৪৭-১৪০টি, এসএলআর-৪৫টি কার্তুজ এবং থ্রিনটথ্রি-১২০টি কার্তুজ৷ আটক যুবকের নাম নরেশ চাকমা এবং পলাতক যুবকের নাম বিশ্বজয় চাকমা৷ উভয়ের ঘর রাজ্যের নতুন বাজার এলাকায়৷ আজ গৌহাটি শিলচর-আগরতলা স্পেশাল যাত্রীবাহী রেল থেকে বদরপুর জিআরপি এবং আরপিএফ এর তল্লাশিতে উদ্ধার বিপুল পরিমাণ তাজা কার্তুজ৷ এদিকে ধৃত যুবকের বক্তব্য এই বিপুল পরিমাণ কার্তুজের গন্তব্যস্থল ছিল বাংলাদেশ৷ কিন্তু উত্তরপূর্বের উগ্রপন্থি সংগঠনগুলি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে মারনাস্ত্র, গোলাবারুদ ক্রয় করে আনার খবর পূর্বে প্রকাশ পেলেও আজ ধৃত নরেশ চাকমার বক্তব্য ছিল সম্পূর্ণ বিপরীত৷ সে জানায় এই বিপুল পরিমাণ তাজা গুলি বাংলাদেশ পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল৷ অপরদিকে করিমগঞ্জ জেলার পুলিশ সুপার গৌরব উপাধ্যায় জানান-ডিমাপুর থেকে এই গুলি বাংলাদেশ নিয়ে যাবার কথা বললেও তা কতটুকু সত্য তা তদন্ত করে দেখতে হবে৷
উল্লেখ্য, গোটা রাজ্য জুড়ে বর্তমানে রাজনৈতিক বাতাস মারাত্মক উত্তপ্ত৷ ফলে এমন সময়ে বিপুল পরিমান গুলি অন্য রাজ্য থেকে সংগ্রহ করা হচ্ছে বলে অনুমান করা হচ্ছে৷ এখন দেখার বিষয় পুলিশি তদন্তে ঘটনাটি কতটুকু গড়ায়৷
2017-08-13

