নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷ বুধবার বিজেপি এবং সিপিআইএমের সংঘর্ষে ছৈলেংটায় গুরুতর জখম বাবুল মজুমদার অবশেষে মৃত্যুর কোলে ঢলে পরেন৷ এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সিপিআইএম-র ডাকা লংতরাইভ্যালি ১২ ঘন্টার বনধ শান্তিপূর্ণ ভাবে অতিবাহিত হয়েছে৷ কুলাই জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এদিনই শেষ রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিক্ষক বাবুল মজুমদার৷ বৃহস্পতিবার তার মৃতদেহ শাসক দলের ছৈলেংটাস্থিত কার্যালয়ের সামনে আনা হলে স্থানীয় নেতা কর্মীরা তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন৷ এলাকাজুড়ে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করেছে৷ মোতয়েন করা হয়েছে বিশাল সংখক পুলিশ ও টিএসআর বাহিনী৷ শাসক দল এই ঘটনার নিজেদের দোষ আড়াল করতে বিজেপির ঘারেই দোষ চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ৷ বাবুল মজুমদারের মৃত্যুকে কেন্দ্র করে আজ সিপিআইএম-র পক্ষ থেকে লংতরাইভ্যালী মহকুমায় ১২ ঘন্টার বনধ পালিত হয়৷ এইদিকে বুধবারের ঘটনায় উভয় দলের আরও বেশি কিছু কর্মী সমর্থক আহত হয়েছে বলে খবর৷ বিজেপির পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে শাসক দল সিপিআইএম ইচ্ছাকৃতভাবে ছৈলেংটা এলাকায় এধরনের ঘটনা সংগঠিত করেছে৷ এদিকে গোটা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন, সিপিআইএম ক্যাডাররা বিজেপি পার্টি অফিসে হামলা চালায়৷ ফলে ৬ জন গুরুতর ভাবে জখম হন৷ একজনের অবস্থা এখনও সংকটজনক৷ পুলিশের সামনে এসব ঘটনা ঘটে৷ পরে বিজেপির কর্মীরা পাল্টা প্রতিরোধ গড়ে তুলে৷ সেদিন তিনি দলের পক্ষ থেকে এধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে, উত্তেজনাপূর্ণ এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থার নিশ্চয়তা সহ পুলিশের নিরপেক্ষ ভূমিকার দাবীতে এক ডেপুটেশন প্রদান করা হয়েছে রাজ্যের পুলিশ মহনির্দেশকের কাছে৷ জানা গেছে মৃত বাবুল মজুমদার ১০,৩২৩ জন চাকরীচ্যুত শিক্ষকের মধ্যে একজন৷
2017-07-22

