নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷ নাবালিকা গণ-ধর্ষণ মামলায় অভিযুক্ত ৩ যুবককে ২০ বছর করে কারাদণ্ডের আদেশ দিলেন কমলপুরের বিশেষ আদালতের বিচারক৷ সাজাপ্রাপ্ত তিন যুবকের নাম যথাক্রমে কুমার জমাতিয়া, দারিকুমার জমাতিয়া ও কুফলা জমাতিয়া৷ পুলিশ জানিয়েছেন, ২০১৬ এর ১৬ জুন সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ রইস্যাবাড়ির চন্দ্রকুমার পাড়া এলাকায় এই ঘটনা ঘটেছিল৷ ঘটনার পর রইস্যাপাড়ি থানায় মামলা হলে ১৯ জনের সাক্ষ্য-বাক্য শেষে আদালত অফিযুক্ত ৩ জনের বিরুদ্ধে সাজা ঘোষণা দেয়৷ সরকার পক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি তমাল বর্মণ৷ এই রায়ে এলাকায় স্বস্তি এসেছে৷
2017-07-22

