নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ বিয়ের প্রলোভন দিয়ে এক যুবতীর সাথে প্রণয়ের সম্পর্ক গড়ে তোলা৷ পরবর্তী সময়ে দফায় দফায় শারীরিক সম্পর্ক স্থাপন ও সবশেষে বিয়ে করতে অস্বীকার করায় এক যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ জেলার নতুনবাজার থানার অধীন চেলাগাঙয়ে৷ ঐ যুবতী প্রতারিত হওয়ার পর থানায় একটি মামলা দায়ের করেন৷ পুলিশ মামলা নিয়ে অভিযুক্ত যুবক সুজন দাসকে গ্রেপ্তার করেছে৷ জানা গিয়েছে, সুজন দাসের সাথে ঐ যুবতীর কিছুদিনের পরিচয়৷ এরই মধ্যে এই ঘটনাটি ঘটে গিয়েছে৷
2017-07-02
