বিধানসভায় নির্ধারিত সময়ের আগেই সমাপ্তি ঘোষণা প্রশ্ণোত্তর পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনের অন্তিম দিনে প্রশ্ণোত্তর পর্ব উপাধ্যক্ষ ১০ মিনিট আগেই সমাপ্তি ঘোষণা করে দেন৷ বিরোধীরা উপাধ্যক্ষের এই সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন৷ উপাধ্যক্ষের বক্তব্য, সূচীতে যাঁরা প্রশ্ণকর্তা ছিলেন তাঁরা প্রত্যেকেই প্রশ্ণ করে ফেলেছেন৷ কিন্তু, বিরোধীদের আগেও এমন হয়েছে প্রশ্ণকর্তারা সময় থাকলে একাধিক প্রশ্ণ করেছেন৷ এদিন বিধানসভায় বিরোধীরা উপাধ্যক্ষের এই সিদ্ধান্তে ক্ষোভে ফেঁটে পড়েন এবং ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷