নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৪ সেপ্ঢেম্বর৷৷ বুধবার খোয়াই শহর ভাসল বিজয় উল্লাসে৷ রাজ্যের মোট ২২ টি ডিগ্রি কলেজের
ছাত্র সংসদ নির্বাচন আগামী ২০ সেপ্ঢেম্বর অনুষ্ঠিত হবে৷ এর মধ্যেই ১৩টি কলেজে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে এসএফআই-টিএসইউ মনোনীত প্রার্থীরা৷ ছাত্র সংসদের নির্বাচনে খোয়াই দশরথ দেব স্মৃতি মহাবিদ্যালয়ের প্রতিটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল এসএফআই-টিএসইউ মনোনীত প্রার্থীরা৷ বুধবার খোয়াই কলেজের ছাত্র সংসদের নির্বাচনে এসএফআই-টিএসইউ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় খোয়াইয়ের রাজপথে ছাত্রছাত্রীদের বিশাল মিছিল শেষে হল পথসভা৷ খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের ৪৫টি অফিস বিয়ারার ও ক্লাস রিপ্রেসেন্টেটিভ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এসএফআই-টিএসইউ মনোনীত প্রার্থীরা৷ এই জয়কে কেন্দ্র করেই বুধবার রাজধানী আগরতলার অনুরূপ মিছিল ও সভা সংগঠিত হল খোয়াইতেও৷ এদিন বিকেলে কবিগুরু পার্ক থেকে মিছিলটি শুরু হয়ে শহর পরিক্রমা করে কোহিনুর কমপ্লেক্সের সামনে জমায়েত হয়৷ সেখানেই হয় পথ সভাটি৷ সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র নেতা পলাশ ভৌমিক, এসএফআই খোয়াই বিভাগীয় সম্পাদক প্রণব ধর, সভাপতি জিতেন সিনহা প্রমুখরা৷
2016-09-15

