হায়দরাবাদ, ১৩ মার্চ (হি.স.): নতুন সমস্যায় লিকার ব্যারন বিজয় মালিয়া।জালিয়াতির অভিযোগে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হল বিজয় মালিয়ার বিরুদ্ধে। রবিবার হায়দরাবাদের একটি আদালত বিজয় মালিয়া ও কিংফিশার এয়ারলাইন্সের চিফ ফিন্যানসিয়াল অফিসার এ রঘুনাথের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। ১৩ এপ্রিলের মধ্যে বিজয় মালিয়াকে আদালতে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।
চেক বাউন্স হওয়ার মামলায় আদালতে হাজিরা দিতে ব্যর্থ হওয়ায় কিংফিশার এয়ারলাইন্সের চেয়ারম্যান বিজয় মালিয়ার বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল হায়দরাবাদের একটি আদালত। হায়দরাবাদের চতুর্থদশ অতিরিক্ত মেট্রোপলিট্যান ম্যাজিস্ট্রেট আদালত গত ১০ তারিখ অধুনা বন্ধ হয়ে যাওয়া কিংফিশার এয়ারলাইন্স, তার চেয়ারম্যান বিজয় মালিয়া এবং সংস্থার আরেক শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে এই রায় দেয়। অভিযোগ, জিএমআর হায়দরাবাদ বিমানবন্দরকে ৫০ লক্ষ টাকার চেক দিয়েছিলেন মাল্য। কিন্তু, সেটি বাউন্স হয়ে যায়। এই প্রেক্ষিতে আদালতে মাল্যর বিরুদ্ধে ফৌজদারি মামলা করে বিমানবন্দর কর্তৃপক্ষ।
জিএমআর-এর তরফে জানা গিয়েছে, সংস্থার কাছে ৮ কোটি দেনা বকেয়া রয়েছে মালিয়ার। যার জেরে শিল্পপতির বিরুদ্ধে মোট ১১টি বিভিন্ন মামলা দায়ের করে জিএমআর। তারই অন্তর্গত রয়েছে ৫০ লক্ষ টাকার চেক বাউন্সের মামলাও। সেখানে শুনানির জন্য গত ১০ তারিখ আদালতে হাজির হওয়ার কথা ছিল মালিয়ার। তা না হওয়ায় আদালত মালিয়ার বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে।
এমনিতেই, বকেয়া ঋণ অনাদায়ে মালিয়ার বিরুদ্ধে যুগ্মভাবে শীর্ষ আদালতে মামলা দাখিল করেছে ১৭টি ব্যাঙ্ক। যার মোট পরিমাণ ৯ হাজার কোটি টাকার বেশি। এরই মধ্যে দেশ ছেড়ে লন্ডনে চলে যান মাল্য। যা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে শোরগোল। মালিয়ার আইনজীবী এইচ সুধাকর রাও জানিয়েছেন, হায়দরাবাদ আদালতের রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আবেদন করবেন।
2016-03-14

