পাকিস্তানে দৈনিক সংক্ৰমণ ৯৩৫, কোভিডে মৃত্যু বেড়ে ২২,১৮৮

ইসলামাবাদ, ২৬ জুন (হি.স.): পাকিস্তানে কোভিড কেড়ে নিল আরও ৩৬ জনের প্রাণ, বিগত ২৪ ঘন্টায় ৩৬ জনের মৃত্যুর পর পাকিস্তানে এযাবৎ করোনায় মৃত্যু হয়েছে ২২ হাজার ১৮৮ জনের। সংক্রমণের হার অবশ্য নিম্নমুখী, বিগত ২৪ ঘন্টায় পাকিস্তানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৩৫ জন। ইতিমধ্যেই পাকিস্তানে সুস্থ হয়েছেন ৮ লক্ষ ৯৮ হাজার ৯৪৪ জন।
শনিবার পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় পাকিস্তানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৩৫ জন এবং মৃত্যু হয়েছে ৩৬ জনের। সবমিলিয়ে পাকিস্তানে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৯,৫৩,৮৪২। পাকিস্তানে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৩২,৭১০। এযাবত্‍ পাকিস্তানে সুস্থ হয়েছেন ৮,৯৮,৯৪৪ জন। পাকিস্তানে পজিটিভিটি রেট ১.৯৯ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *