স্বামী ও সন্তানকে ফেলে যুবকের সাথে পালাল গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৪ জুন৷৷ একের পর এক বিবাহিত পুরুষ পরকীয়া নারী নিয়ে পালিয়ে যাওয়া ,আবার বিবাহিত মহিলারা সন্তান ফলে পর পুরুষের সাথে পালিয়ে সুখের সংসার তৈরি করার প্রবনতা পশ্চিমী দেশের সংসৃকতি বলে অনেকেই আখ্যায়িত করছেন৷ ছাতারিয়া শান্তি দাসের পর আজকে দাতারামের ঘটনা তারই প্রমাণ বলে বুদ্ধিজীবী মহল মনে করছেন৷ শুধু মাত্র মোবাইল ফোনে তৈরি হওয়া ভালোবাসার টানে অবুঝ চার বছরের এক পুত্র সন্তান ও স্বামীকে ফেলে রেখে এক যুবকের সাথে পালিয়ে গেলো এক গৃহবধূ৷ সংবাদ সূত্রে জানা ৩২ মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রর অধীন দাতারাম এলাকায়৷


ঘটনার বিবরণে জানা যায়, মোবাইল ফোনের সূত্র ধরে এক যুবকের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে চার বছরের এক পুত্র সন্তান ও স্বামীকে ফেলে শ্বশুর বাড়ি থেকে এক বখাটে যুবকের সাথে চম্পট দিলো এক গৃহবধৃ৷ পলাতক গৃহবধূর নাম পারভিন আক্তারা স্বামী কবির হোসেন৷ এই ব্যাপারে গৃহবধূর স্বামী কবির হোসেন বলেন গত সোমবার ভোরবেলায় তার স্ত্রী পারভিন আক্তারা বাড়ি থেকে বের হয়ে যায়৷ আজ পর্যন্ত বাড়ি ফিরে আসার কোন লক্ষণ নেক৷ আত্মীয় স্বজন বন্ধু মহলে অনেক খোঁজাখুঁজির পরও পারবিনের কোন খোঁজ না পেয়ে কবির হোসেন শেষ পর্যন্ত স্ত্রী কে খুঁজে পেথে প্রশাসনের কাছে আহবান রাখেন কবির হুসেন৷ এই ভাবে গত বেশ কিছু দিন ধরে মি তু বা পরকীয়া প্রেমে কার সংসার কখন ভেঙে ছারখার হয়ে যাবে এই আসংখ্যায় দিন গোজরাচ্ছেন দম্পতি সমাজ৷ অবলম্বন এই ধরনের পুরুষ ও মহিলাদের সমাজ বয়কটের ডাক দিয়েছে শুভ বুদ্ধি সম্পন্ন সুনাগরিকগন৷