নয়াদিল্লি, ২৩ জুন (হি.স.): পেট্রোল ও ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে পকেট খালি হচ্ছে দেশের সাধারণ মানুষের। একটু একটু করে বাড়তে বাড়তে রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে দুই জ্বালানি তেলের দাম। কিন্তু, কেন বাড়ছে জ্বালানি তেলের মূল্য? উত্তর দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বুধবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী জানিয়েছেন, “ব্যবহারের ৮০ শতাংশই আমদানি করতে হয় আমাদের, ভারতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জন্য এটাই প্রধান কারণ।” আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে বলেও জানিয়েছেন ধর্মেন্দ্র প্রধান।
ভোপাল ও মুম্বই-সহ ভারতের বেশ কিছু শহরে ১০০ ছাড়িয়েছে পেট্রোলের দাম, পিছিয়ে নেই ডিজেলও। দিল্লি থেকে কলকাতা, চেন্নাই থেকে বেঙ্গালুরু-দেশের সর্বত্রই বাড়ছে জ্বালানি তেলের দাম। এমতাবস্থায় এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, “আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। তাছাড়া ভারতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির নেপথ্যে প্রধান কারণ হল, ব্যবহারের ৮০ শতাংশই আমদানি করতে হয় আমাদের।”