নয়াদিল্লি, ২১ জুন (হি.স.): কোভিড-১৯ মহামারীর প্রকোপ থেকে এখনও মুক্তি পায়নি ভারত তথা গোটা বিশ্ব। করোনার আগ্রাসনে গোটা বিশ্ব বেসামাল। এই কঠিন সময়েও, কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের আত্মবিশ্বাস বাড়িয়েছে যোগ। সোমবার আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “যে কোনও স্থান হোক, যে কোনও পরিস্থিতি অথবা যত বয়সই হোক, সবকিছুর জন্যই যোগের কাছে কোনও না কোনও সমাধান রয়েছে।” এদিন সকালে ভার্চুয়ালি সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী বলেছেন, “সকলকে সপ্তম আন্তর্জাতিক যোগ দিবসের শুভেচ্ছা। বর্তমানে সমগ্র বিশ্ব যখন কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াই করছে, এমন সময় আশার কিরণে পরিণত হয়েছে যোগব্যায়াম। বিগত দেড় বছরে ভারতের পাশাপাশি সমগ্র বিশ্ব কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছে, এই সময়ে ভারত অথবা বিশ্বে কোনও পাবলিক ইভেন্টের আয়োজন করা হয়নি, তবে যোগব্যায়ামের প্রতি উৎসাহ একটুও কমেনি।”
প্রধানমন্ত্রী বলেছেন, ”সুস্থতার জন্য যোগ-আন্তর্জাতিক যোগ দিবসের এই থিম মানুষকে যোগাসনের প্রতি আরও উৎসাহিত করেছে। সমস্ত দেশ, অঞ্চল ও মানুষ সুস্থ থাকুন, এই কামনা করছি।” মোদী বলেছেন, “বর্তমানে মেডিক্যাল বিজ্ঞানও চিকিৎসার পাশাপাশি নিরাময়ের প্রক্রিয়াতে জোর দেয়। নিরাময় প্রক্রিয়াতে সহায়তা করে যোগ। রোগীদের চিকিৎসার জন্য যোগের ব্যবহার করেছেন চিকিৎসকরা। অনুলম ভিলম প্রাণায়ামের মতো শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে দেখা গিয়েছে চিকিৎসক, নার্সদের। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, এই অনুশীলন শ্বাস প্রশ্বাসের সিস্টেমকে শক্তিশালী করে তোলে।”
প্রধানমন্ত্রী আরও বলেছেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় ভারত আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এখন থেকে M-YOGA নামক একটি অ্যাপ্লিকেশন আসছে, ওই অ্যাপ্লিকেশনে বিভিন্ন ভাষায় যোগ প্রশিক্ষণের জন্য ভিডিও থাকবে। এটি আমাদের ‘এক বিশ্ব, এক স্বাস্থ্য’ নীতিতে সহায়তা করবে।” মোদী আরও বলেছেন, “সকলকে সঙ্গে নিয়ে মানবতার এই যোগযাত্রাকে এভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের। যে কোনও স্থান হোক, যে কোনও পরিস্থিতি অথবা যত বয়সই হোক, সবকিছুর জন্য যোগের কাছে কোনও না কোনও সমাধান রয়েছে।”